শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পাঁচবিবির ৩০টি হতদরিদ্র পরিবার পাকাবাড়ি পাচ্ছে

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৯, ১২:৪০ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৩০ জন হতদরিদ্র অসহায় গরীব পরিবারকে সরকারি ভাবে পাকাবাড়ি প্রদান করা হবে। এ জন্য নির্মাণ কাজ শুরু হয়েছে।
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণের আওতায় উপজেলার কুসুম্বা ইউনিয়নে ৫টি, ধরঞ্জী, আওলাই, আটাপুর ও মোহাম্মদপুর ইউনিয়নে ৪টি করে এবং বাগজানা, আয়মারসুলপুর ও বালিঘাটা ইউনিয়নে ৩টি করে ২ রুম ও ১টি সেনেটারি টয়েলেটসহ পাকাবাড়ি নির্মাণ করা হচ্ছে। উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ নূর-এ-শেফা জানান, ২০১৮-১৯ অর্থ বছরের কাবিখা প্রকল্পের বরাদ্দকৃত অর্থায়নে যাদের সর্বনিম্ন ৩ থেকে সর্বোচ্চ ১০ শতক পরিমাণে বাড়ি করার মত জমি রয়েছে এমন ৩০টি পরিবার বাছাই করে তাদের প্রত্যেক পরিবারকে প্রায় ২ লক্ষ ৫৯ হাজার টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ করে দেয়া হচ্ছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন