পৌর কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনের মুখে স্থবির হয়ে পড়েছে লক্ষ্ণীপুর জেলার চার পৌরসভার কার্যক্রম। পৌর এলাকা পরিস্কার-পরিছন্নবন্ধ সব ধরনের নাগরিক সেবা বন্ধ রয়েছে।
জানা গেছে, রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা পরিশোধ এবং পেনশনের দাবিতে গত রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করে আসছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এতে রামগঞ্জ, রায়পুর, লক্ষ্ণীপুর ও রামগতি পৌরসভার কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এসব পৌরসভার সব দপ্তরে তালা ঝোলানো এতে পৌর দপ্তরগুলো অনেকটা জনশূন্য রয়েছে ।
লক্ষ্ণীপুর জেলা সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন হেলাল বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই আমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা এবং পেনশনের দাবিতে জেলার কর্মসূচি শেষে বর্তমানে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করছি। দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা ঢাকায় অবস্থান করবো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন