শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লক্ষ্ণীপুরে ৪ পৌরসভার কার্যক্রম স্থবির

বন্ধ রয়েছে সব ধরনের নাগরিক সেবা

লক্ষ্ণীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৯, ২:৪৭ পিএম

পৌর কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনের মুখে স্থবির হয়ে পড়েছে লক্ষ্ণীপুর জেলার চার পৌরসভার কার্যক্রম। পৌর এলাকা পরিস্কার-পরিছন্নবন্ধ সব ধরনের নাগরিক সেবা বন্ধ রয়েছে।

জানা গেছে, রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা পরিশোধ এবং পেনশনের দাবিতে গত রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করে আসছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এতে রামগঞ্জ, রায়পুর, লক্ষ্ণীপুর ও রামগতি পৌরসভার কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এসব পৌরসভার সব দপ্তরে তালা ঝোলানো এতে পৌর দপ্তরগুলো অনেকটা জনশূন্য রয়েছে ।

লক্ষ্ণীপুর জেলা সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন হেলাল বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই আমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা এবং পেনশনের দাবিতে জেলার কর্মসূচি শেষে বর্তমানে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করছি। দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা ঢাকায় অবস্থান করবো।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন