শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

এরশাদ ইতিহাসে জায়গা করে নিয়েছেন

বারাভী শরিফ মাহফিলে বক্তারা

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

রাউজানে বারাভী শরিফ মাহফিলে বক্তারা বলেছেন, সংবিধানে রাষ্টধর্ম ইসলাম সংযোজন করে ইতিহাসে জায়গা করে নিয়েছেন মরহুম সাবেক প্রেসিডেন্ট হুসেন মুহম্মদ এরশাদ।

তারা বলেন, মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ, শুক্রবার জুমার দিন সরকারি ছুটি ঘোষণাসহ নানাবিদ ভাল কাজ করেছেন। গতকাল মঙ্গলবার বাদ আছর রাউজান আমিরহাট সর্তাব্রিজ সংলগ্ন রহমানিয়া এবাদত খানায় অনুষ্ঠিত মাসিক বারাভী শরিফ, হযরত সৈয়দ আহমদ শাহ ছিরিকোটি (রহ.) বার্ষিক ওরশ এবং সাবেক প্রেসিডেন্ট হুসেন মুহম্মদ এরশাদের মাগফিরাত উপলক্ষে আয়োজিত মাহফিলে বক্তারা এসব কথা বলেন। বিশিষ্ট আলেম মাওলানা এয়াছিন মাইজভান্ডারীর সভাপতিত্বে ও মাওলানা মোজাম্মেল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উত্তরসর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদরাসার আরবী মোদার্রিছ আল্লামা ক্বারী উসমান গণী। এতে প্রধান বক্তা ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন