স্টাফ রিপোর্টার : রাজধানীর শাহবাগ থানার পরিবাগে শান্তা (৩০) নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাত ১২টার দিকে পরিবাগের ৯ তলা বিল্ডিংয়ের ১ তলার সানশেড থেকে ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই বাসার মালিকের ছেলে ও দুই কাজের বুয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। শাহবাগ থানার উপ-পরিদর্শক সুব্রত গোলদার বলেন, নিহত শান্তা চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের শামসুল মিয়ার কন্যা। বিবাহ বিচ্ছেদের পর মাত্র ১৫ দিন আগে পরিবাগের ১০ নম্বর বাসার ৯ তলাবিশিষ্ট বিল্ডিংয়ের ৯ম তলায় জনৈক হুমায়ুন কবীরের বাসায় গৃহকর্মীর কাজ নেয় শান্তা। ১৫ দিনের মাথায় আত্মহত্যার বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পুলিশ জানায়, শনিবার রাত ১২টার দিকে ভবনটির ১ তলার সানশেডে বিকট শব্দ শুনে লোকজন শান্তাকে লোহার রডের সঙ্গে আটকে পড়া অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হয়। কিন্তু এমনভাবে সানশেডটি তৈরি করা হয়েছে সেখান থেকে তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার কর্মীরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্তা ওসমানের ছেলেসহ অপর দুই গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন