দু-একজন মানুষের অভিযোগ দিয়ে বাংলাদেশের মূল চেতনাকে কখনোই ধ্বংস করা যাবে না। প্রিয়া সাহা যে অভিযোগ করেছে-বাংলাদেশে এ ধরনের কোন পরিস্থিতি নেই। ইতোমধ্যেই বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ একটা মডেল। বিভিন্ন ধর্মের মানুষের একসাথে বসবাসের শান্তিপূর্ণ আবাসভ‚মি পৃথিবীর কোথাও নেই। এ ধরনের অভিযোগকে দেশ বিরোধী হিসেবে আখ্যা দিয়ে বলেন এতে আমরা বিচলিত নই। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে।
গতকাল শনিবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত ৩ দিনের ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি এসব কথা বলেন।
তিনি বলেন, ইতোপূর্বেও বিএনপির প্রধান কারাবন্দী বেগম খালেদা জিয়া আমেরিকা কংগ্রেসের কাছে বাংলাদেশের বিরুদ্ধে চিঠি লিখেছিলেন এবং এগুলো একটি দেশবিরোধী কর্মকাণ্ড।
বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যেবে মন্ত্রী বলেন, জামাত-বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে লাখ লাখ সরকারি গাছ কেটে বিরাণ ভ‚মিতে পরিণত করেছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রতিবছর গাছ রোপনের মাধ্যমে বাংলাদেশের চিত্র আবার সবুজ শ্যামল বাংলায় পরিণত হয়েছে। আমরা এ বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করতে চাই। সে লক্ষ্য নিয়ে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এদেশের উন্নয়ন এগিয়ে যাচ্ছে।
বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম রওশন কবীরের সভাপতিত্বে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, বিরল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ, বিরল পৌরসভার মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবার রহমান প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন