খুলনা ২১ বিজিবি রোববার ভোরে যশোর সীমান্ত থেকে ৩শ’ ২৭ বোতল ভারতীয় ফেনসিডিল অঅটক করেছে।
রোববার সকালে খুলনা বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তের দৌলতপুর বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বালুরমাঠ নামক স্থান হতে ১শ’৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। একই সময়ে পুটখালী বিওপি’র একটি টহল দল দক্ষিণ বারপোতা মাঠের মধ্য হতে ১শ’৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। তবে দু’টি অভিযানেই কোন চোরাচালানী আটক হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন