বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিরাজগঞ্জে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে যুবক আহত

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৯, ৪:৫৯ পিএম

সিরাজগঞ্জে ছেলেধরা সন্দেহে আলম(৩৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার ভোরে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া দারুল কোরআন কওমী মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। সে পৌর এলাকার গয়লা বটতলা গ্রামের আব্দুর রহিমের ছেলে।
স্থানীয়রা জানায়, ভোরের দিকে গণপিটুনির শিকার আলম মাদ্রাসার জানালা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করলে শিক্ষার্থীরা তাকে দেখে ভয়ে চিৎকার দেয়। এসময় স্থানীয়দের সহায়তায় ছাত্ররা ওই যুবককে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলমকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান, পাইকপাড়া গ্রামের মোকলেছুর রহমান. আয়নাল হক ও আব্দুল আওয়াল নামে ৪জনকে আটক করে থানায় নিয়ে যায়।
সদর থানার এসআই এম. হাসান মাহমুদ জুয়েল জানান, আলম প্রকৃতপক্ষে একজন মাদকাসক্ত ও ছিচকে চোর। ছেলেধরা সন্দেহে তাকে গণপিটুনি দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন