বিশেষ সংবাদদাতা : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন পবিত্র রমজান মাসে সিএনজি স্টেশনগুলো ৭ ঘণ্টা বন্ধ রাখা হবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত স্টেশনগুলো বন্ধ রাখা হবে।
আজ সোমবার সকালে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি আরো জানান, বিদ্যুতের উৎপাদন ও গ্যাস সরবরাহ বাড়িয়ে দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে সিএনজি স্টেশনগুলো বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চার ঘণ্টা করে বন্ধ থাকে।
সাত ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ থাকার পরও বাসাবাড়িতে গ্যাস সংকট পড়বে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, কিছুটা সংকট হতে পারে, এসব সংকট নিরসনে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ সময় গত বছরের চেয়ে এ বছর রমজানে বিদ্যুৎ সরবরাহ ভালো থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন