বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইটি এন্ড টেলিকম

মাইক্রোসফট স্মার্ট মিরর

প্রকাশের সময় : ৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

মাইক্রোসফট ম্যাজিক মিররটি একটি একমুখী আয়না যাতে ২৩.৬-ইঞ্চি এলসিডি-লিট স্ক্রিন আছে। ডিভাইসটি র‌্যাস্পবেরি পি ৩ মাইক্রোকম্পিউটারে চলে। গত মাসে সিঙ্গারপুরে অনুষ্ঠিত এক প্রযুক্তি সম্মেলনে ‘স্মার্ট মিরর’ উন্মোচন করে মাইক্রোসফট। আয়নাটি ব্যবহারকারীর প্রতিচ্ছবিসহ সময়, আবহাওয়া এবং ট্রাফিক দিক-নির্দেশনা প্রদান করতে পারে। ফেসিয়াল রিকগনিশন পরিচালনের জন্য ডিভাইসে আছে উইন্ডোজ হেল্লো প্রযুক্তি। ম্যাজিক মিরর ফেসিয়াল রিকগনিশন সিস্টেমটি আটটি ভিন্ন ভিন্ন অনুভূতি শনাক্ত করতে পারে। অনুভূতিগুলোর মধ্যে, রাগ, খুশী এবং অবাক হওয়ার মতো আবেগগুলো বিদ্যমান। মাইক্রোসফটের কগনিটিভ সার্ভিসেস ফেস এপিআই প্রযুক্তি তাদের প্রোফাইলের সাথে গ্রাহকের মুখাভঙ্গি মিলিয়ে আয়নাকে ঐ ব্যক্তির মানসিকতা কেমন তার একটি তথ্য প্রদান করে থাকে। সময় এবং আবহাওয়ার তথ্য প্রদানের সাথে সাথে আয়নাটি ইন্টারনেট অব থিংস এবং কাজ-কর্মের জন্য দ্রুতগতির রুট বাতলে দিতে সমর্থ হবে।

আয়নাটি এখনও ডেমো পর্যায়ে রয়েছে এবং এটি কবে নাগাদ বাণিজ্যিকভাবে বাজারে বের হবে তা এখনও জানায়নি মাইক্রোসফট।

স শিবলু

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন