সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিদ্যুৎ বিপর্যয়েও আমেরিকার হাত, তবু মাথানত নয়: ভেনিজুয়েলার প্রেসিডেন্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৯, ৫:৩৯ পিএম

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, সারাদেশে বিদ্যুৎ বিপর্যয়ের পেছনে রয়েছে আমেরিকা, তবে তার দেশ মার্কিন আধিপত্যবাদের কাছে কখনোই মাথানত করবে না। তিনি এক টুইটার বার্তায় এ কথা বলেছেন।

মাদুরো বলেন, আমেরিকার নির্দেশে সরকারবিরোধীরা দেশজুড়ে বিদ্যুৎ সংকট তৈরি করেছে। কিন্তু তারা এসবের মাধ্যমে অশুভ লক্ষ্য বাস্তবায়ন করতে পারবে না। ভেনিজুয়েলা সব সমস্যা মোকাবেলা করে চূড়ান্ত বিজয় অর্জন করবে বলে তিনি জানান।

তিনি বলেন, ভেনিজুয়েলার মানুষ দুই শতক ধরে সাম্রাজ্যবাদ, দাস প্রথা ও বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এখনো সব ধরনের সাম্রাজ্যবাদের মোকাবেলা করছে। সামরিক অভ্যুত্থানসহ নানা অসৎ উপায় অবলম্বন করে ব্যর্থ হওয়ার পর এখন বিদ্যুৎ বিপর্যয়ের মাধ্যমে সরকারের পতন ঘটানোর ষড়যন্ত্র চলছে বলে তিনি মনে করেন।

ভেনিজুয়েলার সংসদের স্পিকার দিয়োসদাদু কেবেলো এ প্রসঙ্গে বলেছেন, ভেনিজুয়েলার সরকার বিরোধীদের দিয়ে বিদ্যুৎ খাতে বিপর্যয় সৃষ্টি করেছিল আমেরিকা। তবে তাদের মোকাবেলায় আমাদের সরকার ও জনগণের বিজয় হবেই।

গত সোমবারেও ভেনিজুয়েলার রাজধানী কারাকাসসহ ২৩টি প্রদেশে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এর ফলে প্রায় পুরো দেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।

চলতি ২০১৯ সালের শুরু থেকেই রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে নানা সমস্যা মোকাবেলা করে আসছে ভেনিজুয়েলার মাদুরো সরকার। আমেরিকা ও তার মিত্রদেশগুলো ভেনিজুয়েলার নির্বাচিত সরকারকে উৎখাত করতেই এ ধরনের সংকট চাপিয়ে দিচ্ছে বলে এর আগে প্রেসিডেন্ট মাদুরো জানিয়েছেন।

সূত্র : পার্সটুডে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন