শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইটি এন্ড টেলিকম

গুগল আইও রিপ্লে

প্রকাশের সময় : ৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

সম্প্রতি প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বার্ষিক সম্মেলন আইও পরবর্তী দেশীয় অনূষ্ঠান গুগল আইও রিপ্লে- ২০১৬ অনুষ্ঠিত হলো ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার জিপি হাউসে। গুগল ডেভেলপার গ্রুপ(জিডিজি) ঢাকা ও প্রযুক্তি প্রতিষ্ঠান প্রিনিয়ার ল্যাবের আয়োজনে মুঠোফোন সেবা প্রতিষ্ঠান গ্রামীনফোনের সহযোগিতায় সকাল নয়টা থেকে জিপি হাউসের ময়দানে কোডল্যাবের মাধ্যমে শুরু হয় দিনব্যপী অনুষ্ঠান। উল্লেখ্য, এবছর বাংলাদেশ থেকে চার জন গুগল কমিউনিটি ব্যবস্থাপক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বার্ষিক সম্মেলন আইও তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন । জিডিজি ঢাকা ব্যবস্থাপক রাখশান্দা রুখাম, মাহাবুব হাসান মুন্না, জিডিজি সোনারগাঁও ব্যবস্থাপক ইশতিয়াক রেজা এবং জিডিজি বাংলা ব্যবস্থাপক জাবেদ সুলতান। আইও সম্মেলন পরবর্তী এই জ্ঞান বিনিময় সম্মেলন সকল অংশগ্রহনকারী দেশে অনুষ্ঠিত হয় যেখানে অংশগ্রহনকারী ব্যবস্থাপক ও কমিউনিটি প্রতিনিধিরা গুগলের হালনাগাত সেবা সম্পর্কে অ্যাপ্লিকেশান উন্নয়নকারীদের অবগত করতে পারেন।  বাংলাদেশে আইও রিপ্লের এই দিন ব্যাপী আয়োজন  কোড ল্যাব, জ্ঞান বিনিময় এবং টেক টক শীর্ষক দলবদ্ধ আলোচনা এই তিনটি অংশে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে নয়টা থেকে অনূষ্ঠিত কোড ল্যাবে ইন্টারনেট নিবন্ধনের মাধ্যমে ৮০ জন প্রোগ্রামার অ্যান্ড্রয়েড  অ্যাপ উন্নয়নের উপর জ্ঞান বিনিময় অধিবেশনে অংশ নেয়। জিডিজি ঢাকা ব্যবস্থাপক রাখশান্দা রুখাম বলেন – এবারের আইওতে বাংলাদেশের অবস্থান ছিলো অন্যবারের থেকে একটু ভিন্ন। আপনারা জানেন, এবারের ডেভেলপার কনফারেন্সে শীর্ষ বক্তা হিসেবে বাংলাদেশে উইমেনটেক মেকার্স কর্মসুচী উপস্থাপন করি। এই কর্মসুচীর  মাধ্যমে তিন বছরে পুরো দেশের সাড়ে তিন হাজারের বেশি মেয়েদের কাছে প্রযুক্তি জ্ঞান পৌছাতে পেরেছি।
ইমরান খান

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন