শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

টাক মাথায় চুল

ডা. একেএম মাহমুদুল হক খায়ের | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৯, ১২:০২ এএম

মাথা ভরা চুল একজন পুরুষকে করে তোলে ব্যক্তিত ¡সম্পন্ন। কিন্তু যৌবনে যখন চুল পড়া শুরু হয়, নারী-পুরুষ সবাই অসহায় হয়ে পড়ে। কারণ যৌবনকে ধরে রাখতে চুলের ভূমিকা অনেকখানি। বর্তমানে বৈজ্ঞানিক অনেকগুলি চিকিৎসার মাধ্যমেই টাক মাথায় চুল গজানো সম্ভব হয়েছে।

টাক : টাক শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলোÑ এলোপেসিয়া। অর্থাৎ টাক বলতে মাথা বা শরীরের লোমশ যে কোন অংশ হতে আংশিক বা ছড়ানো-ছিটানো চুল পড়ে যাওয়াকেই বুঝায়।
শ্রেণীবিভাগ
ণ স্কারিং ও ননÑস্কারিং ণহেরেডিটারী ও ননÑহেরেডিটারী ণ এলোপেসিয়া এরিয়াটা, এলোপেসিয়া টোটালিস এবং এলোপেসিয়া ইউনিভার্সালিস।
টাক এর কারণ : প্রধান প্রধান কারণগুলো হলোÑ
ণ ইডি ও প্যাথিকÑ অর্থাৎ কারণ অজানা ণ অটোইমিউন ণ জীবানু ঘটিত ণ জন্মগত
ণ সিস্টেমিক ণ টিউমারজনিত ণ ফিজিও লজিক্যাল ণ ফিজিক্যাল ণ হরমোনজনিত ণ জখমজনিত ণ পুষ্টিহীনতা ণ ওষুধের পার্শ্বμিয়া ণ চর্ম রোগ ণ সাইকোলজিক্যাল
ল্যাব-পরীক্ষা : প্রধান প্রধান পরীক্ষাগুলো হলোÑ
ণ মাইμোস্কপি ণ হরমোন এনালাইসিস ণ রক্তের বিশেষ কিছু পরীক্ষা
আধুনিক বৈজ্ঞানিক চিকিৎসা
প্রচলিত চিকিৎসাগুলোর সাফল্য টপকিয়ে আধুনিক বৈজ্ঞানিক কসমেটিক চিকিৎসা “পিআরপি থেরাপী” এর মাধ্যমে খুব সহজেই টাক মাথায় চুল গজানো সম্ভব হচ্ছে। আর সিস্টেমিক ফেনেস্টেরাইড ও টপিক্যাল মিনক্সিডিলের প্রচলনও বর্তমানে টাক চিকিৎসায় এক যুগন্তকারী সাফল্য এনেছে। তাই আর দেরি নয়। কারণ বর্তমানে এ বিস্ময়কর চিকিৎসাগুলির সাফল্য ও জনপ্রিয়তা একগাদা টাকা খরচ করে ‘হেয়ার-ট্রান্সপ্লানটেশন’র চাহিদা অনেক অনেক কমিয়ে দিয়েছে।


ত্বক, যৌন, সেক্স ও এলার্জী বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট (এক্স), বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৯৯০০০০১৯১।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
Mahmud Rony ২৬ জুলাই, ২০১৯, ৪:০৬ এএম says : 0
ওরে তার মানে আমার মাথায় টাক হওয়ার আগেই এইটা এভেইলেবল হবে
Total Reply(0)
Rubel Ahamad ২৬ জুলাই, ২০১৯, ৪:০৬ এএম says : 0
কিভাবে ঔষধ টা পাওয়া যাবে জানালে উপকৃত হতাম ???
Total Reply(0)
Sunny A. F. M. ২৬ জুলাই, ২০১৯, ৪:০৬ এএম says : 0
চুল পাকা রোধে কবে যে কি আবিস্কার হবে সেই অপেক্ষায় আছি!
Total Reply(0)
নয়ন আহ্সান ২৬ জুলাই, ২০১৯, ৪:০৭ এএম says : 0
ভারত, বাংলাদেশে হারবালের দোকানে দোকানে ইহা বহু আগেই বিক্রি হয়ে আসছে। শাহরুখ খান, সালমান খান এসব ওসুধ ব্যবহার করেই তো আজো 20 বছরের তরুণ রয়ে গিয়েছে।
Total Reply(0)
Md Sihab ২৬ জুলাই, ২০১৯, ৪:০৭ এএম says : 0
কি সেই চিকিৎসা সেটা কি বিস্তারিত জানা যাবে?
Total Reply(0)
AL Amin Khan ২৬ জুলাই, ২০১৯, ৪:০৭ এএম says : 0
যাক এবার চুল পড়া ঠেকাতে পারবো
Total Reply(0)
George Milton ২৬ জুলাই, ২০১৯, ৪:০৮ এএম says : 0
টাকে চুল গজানোর ওষুধ আমি 10 বছর আগেই আবিষ্কার করেছি
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন