শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

যাত্রাবাড়ীর বর্ণমালা উচ্চ বিদ্যালয়ে গুজব প্রতিরোধে ৫০০ ছাত্রকে নিয়ে কাউন্সেলিং

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৯, ৯:৪৮ পিএম

রাজধানী ঢাকার যাত্রাবাড়ী বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে ‘গুজবে কান দিবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না’-শীর্ষক গণসচেতনতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুন নাহার ও নূরুল আমীন।
প্রধান অতিথি ইব্রাহীম খান তার বক্তব্যে ছাত্রদেরকে গুজব প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান। তিনি ছাত্রদের কর্মপরিধি বৃদ্ধি এবং সচেতন নাগরিক হবার অনুরোধ করেন। প্রয়োজনে ছাত্রদেরকে জরুরী নাম্বার ৯৯৯ ব্যাবহার করার জন্যও পরামর্শ দেন। ছাত্ররা ওয়াদাবদ্ধ হয়, তারা যখনই এমন কিছু হবে, যাছাই-বাছাই করবে। আইন মানার জন্য সবাইকে অনুরোধ করবে।
সভায় বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম বাবু,কদমতলী থানার ওসি মীর জামাল উদ্দীন, পিপিএম, যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম,পিপিএম, উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন