আটাব চট্টগ্রাম জোনের সচিব হজযাত্রী কল্যাণ সংস্থার চেয়ারম্যান এইচএম মুজিবুল হক শুক্কুর হজযাত্রীদের ভোগান্তি লাঘবে থার্ড ক্যারিয়ার চালুর দাবি জানিয়েছেন। বর্তমানে শুধু বিমান ও সাউদিয়া এয়ার লাইন্সে হজযাত্রী পরিবহন করে থাকে। এ কারণে ফ্লাইট শিডিউল দীর্ঘ ও বিলম্ব হয়ে থাকে। এতে হজযাত্রীদের মারাত্মক ভোগান্তি পোহাতে হয় এবং অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হতে হয়। থার্ড ক্যারিয়ার চালু হলে এ দুর্ভোগের অবসান হবে।
গতকাল বৃহস্পতিবার নগরীর একটি রেস্টুরেন্টে এয়ার চ্যানেল ট্রাভেল্স ইন্টারন্যাশনাল ও আল-রাফি ওমরাহ ও হজ কাফেলার প্রশিক্ষণ কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এতে মাওলানা আব্দুল হালিম বারবী, মাওলানা হাফেজ মুহাম্মদ হেলাল উদ্দীন, সামশুল ইসলাম, মুহাম্মদ কফিল উদ্দীন, মুহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ আব্দুল মান্নান, ইঞ্জিনিয়ার আবু সৈয়দ প্রমুখ বক্তব্য রাখেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন