শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

স্কুলছাত্রীকে বখাটের ছুরিকাঘাত সহপাঠীদের বিক্ষোভ

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

ময়মনসিংহের গৌরীপুরে যৌন হয়রানীর প্রতিবাদ করায় ডক্টর এম.আর করিম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে ছুরিকাঘাত করেছে এক বখাটে। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় কোচিংয়ে যাবার পথে উপজেলার অচিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই স্কুল ছাত্রীকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বর্তমানে বখাটে জহিরুল পলাতক রয়েছে।

ড.এম.আর করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, অচিন্তপুর ইউনিয়নের চড়াকোনা গ্রামের বখাটে যুবক জহিরুল ইসলাম একজন মাদকসেবী। সে নিয়মিত বিদ্যালয়ের ছাত্রীদের উক্ত্যক্ত করত। এসব ঘটনায় পরিবারের কাছে বিচার চেয়েও প্রতিকার পায়নি ভুক্তভোগীরা। শালিস-দরবারেও স্থানীয় গণ্যমান্যরা ব্যর্থ হয়। পরে এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ জহিরুলকে গ্রেফতারে অভিযান চালালে প্রায় এক বছর আত্মগোপনে ছিল ওই বখাটে। কিন্তু সম্প্রতি সে বাড়ী ফিরে এসে ওই ছাত্রীকে ছুরিকাঘাতে জখম করে। গৌরীপুর থানার ওসি কামরুল ইসলাম মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। সেই সাথে ওই বখাটে যুবকে গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন