শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

সাহসী ভুমিকা রুখতেই পুলিশকে টার্গেট করেছে -ওবায়দুল কাদের

প্রকাশের সময় : ৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পুলিশের মনোবল ভেঙে সরকারকে দুর্বল করার জন্যই এসপি বাবুল আক্তারের স্ত্রীর ওপর আঘাত এসেছে। বাবুল সন্ত্রাসীদের আতঙ্ক হয়ে উঠেছিল। সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের যে সাহসী ভ‚মিকা এটা রুখতেই সন্ত্রাসীরা পুলিশকে টার্গেট করেছে। এ আঘাত শুধু পুলিশের ওপর নয়।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া হাইওয়ে থানায় জব্দকৃত রিকশার ব্যাটারি ধংস করার সময় তিনি আরো বলেন, সারা বাংলাদেশে আজ যে সন্ত্রাসী তৎপরতা শুরু হয়েছে তার বেশির ভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সন্ত্রাসীরা তিনজন মিলে মোটরসাইকেলে করে এসে এক মিনিটের মধ্যে তাদের টার্গেট পূরণ করে চলে যায়। তাদের টার্গেট পরিকল্পিত। কিন্তু একজন চালক ও একজন আরোহী থাকলে ওই আরোহীর পক্ষে এরকম সন্ত্রাসী হামলা করা সম্ভব হবে না। তিনজন একসাথে মোটরসাইকেলে উঠলে তিনি পুলিশকে কঠোর হতে নির্দেশ দিয়ে বলেন, অনেক ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ে তিনজন একসাথে মোটরসাইকেলে করে ঘুরে বেড়ায়। তারা কাউকে মানতে চায় না। এদেরকেও ছাড় দেওয়া যাবে না। এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে এসপি (প্রশাসন) শাহিনা আমিন, সড়ক বিভাগের জেলা নির্বাহী প্রকৌশলী মামুনুর রশীদ, হাইওয়ে এডিশনাল এসপি হুসাইন মো. কবির, এএসপি সার্কেল আনোয়ার হোসেন, শ্রীনগর সার্কেল এএসপি শামসুজ্জামান, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিলরুবা শারমিন, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ডেরিক ইস্টেফান কুইয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন