শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মানব কল্যাণে দানবীর রণদা প্রসাদ সাহার অবদান অনুকরনীয় হয়ে আছে- ভারতীয় হাইকমিশনার

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ৫:২৮ পিএম

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বলেছেন, দানবীর রণদা প্রসাদ সাহা তাঁর সর্বস্ব দিয়ে আর্তমানবতার সেবাই যে সকল সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন মানব কল্যাণে তার এ অবদান অনুকরনীয় হয়ে আছে।


শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, নাসিং স্কুল এন্ড কলেজ ও দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।


ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস সকাল এগারোটার দিকে কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পরিচালক শ্রীমতি সাহা, সম্পা সাহা প্রমুখ। পরে সেখানে তিনি কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের ছাত্রীদের জন্য নবনির্মিত ৮তলা আবাসিক ভবনের উদ্বোধন করেন। দুপুর একটার দিকে রিভা গাঙ্গুলী ভারতেশ্বরী হোমস চত্বরে ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন। পরে কুমুদিনী কমপ্লেক্স সংলগ্ন লৌহজং নদীর তীর ঘেসা মির্জাপুর গ্রামে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ি ঘুরে দেখেন।
এ সময় কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, ভারতশ্বরী হোমেসের অধ্যক্ষ আনোয়ারুল হক, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সায়েদুর রহমান উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন