ভবন নির্মানের সময় আশপাশের পরিবেশ স্যাঁতসেঁতে ও অপরিচ্ছন্ন পাওয়া গেলেই জরিমানা করা হচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকটি ভবন মালিককে এই জরিমানার আওতায় আনা হয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশার বংশবিস্তার রোধে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে গত বৃহস্পতিবার থেকে অভিযান শুরু হয়েছে। গতকালের অভিযানের রাজধানীর বনানী এলাকায় বেশ কয়েকটি ভবন মালিককে জরিমানা করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন