শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ঈদে স্যামসাংয়ের ‘দি গ্র্যান্ড ইনভাইট’ অফার

প্রকাশের সময় : ৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদ-ঊল-ফিতর উপলক্ষ্যে ‘দি গ্র্যান্ড ইনভাইট’ নিয়ে এসেছে স্যামসাং ইলেকট্রনিক। এই ক্যাম্পেইনে গ্রাহক স্যামসাং-এর পক্ষ থেকে মোবাইল ডিভাইস ও ইলেকট্রনিক্স পণ্যে এক্সক্লুসিভ অফার উপভোগ করতে পারবেন। এর ফলে আকর্ষণীয় মূল্য এবং ইলেকট্রনিকস ডিভাইস জিতে নেওয়ার সুযোগসহ গ্রাহকরা প্রতি সপ্তাহে বালি ট্রিপ, রোমাঞ্চকর হেলিকপ্টার ভ্রমণ, প্রতিদিন ৩২” ইঞ্চি কার্ভড টিভি, সাথে আকর্ষণীয় ক্যাশ ডিসকাউন্ট পাবেন। স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ-এ গ্রাহকরা সীমিত সময়ের জন্য পাচ্ছেন ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত নগদ মূল্য ছাড়। এছাড়া গ্রাহকরা তাদের পুরনো ফোন আপগ্রেড করে গ্যালাক্সি এস৭ এজ নিলে ৩৫ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। গ্রাহকরা গ্যালাক্সি জে সিরিজের হ্যান্ডসেটসমূহ- জে৩, জে৫, জে৭ ২০১৫ ও ২০১৬ এডিশন হ্যান্ডসেটগুলোতে প্রতি সপ্তাহে রোমাঞ্চকর হেলিকপ্টার ভ্রমণের সুযোগসহ সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত নগদ মূল্য ছাড় উপভোগ করতে পারবেন। বিজয়ীরা স্যামসাং-এর মাধ্যমে উপভোগ করতে পারবেন রোমাঞ্চকর আকাশ ভ্রমণের এই অনন্য সুযোগ। কনজ্যুমার ইলেট্রনিকস-এ, ‘দি গ্র্যান্ড ইনভাইট’ ক্যাম্পেইন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে প্রতি সপ্তাহে ৩ দিন ২ রাত বালি ট্রিপ এবং প্রতিদিন ৩২” কার্ভড টিভি জিতে নেওয়ার সুযোগ। টপ মাউন্ট রেফ্রিজারেটর, ট্রায়েঙ্গেল এসি এবং যে কোনো টিভি কিনে গ্রাহকরা সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত নগদ মূল্য ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়াও স্যামসাং স্মার্ট টিভি কিনে বেঙ্গল ডিজিটাল কেবলের এইচডি ডিজিটাল ক্যাবল অথবা ডোজ ইন্টারনেটের পক্ষ থেকে গ্রাহকরা ইনস্টলেশনসহ ৩ মাসের ফ্রি সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন। গ্রাহকরা রমজান মাস জুড়ে সাইড বাই সাইড/ ফুড শোকেস মডেলের রেফ্রিজারেটর কিনে ওভেন ফ্রি পেতে পারেন অথবা রমজানের মধ্যে পরবর্তিতে যে কোনো কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্য কিনে নগদ ৭ হাজার টাকা মূল্য ছাড় উপভোগ করতে পারবেন। ওয়াশিং মেশিন, ওভেন এবং টপ মাউন্ট রেফ্রিজারেটরসমূহ কিনে গ্রাহকরা বাটা গিফ্ট ভাউচার উপভোগ করতে পারবেন। স্যামসাং-এর অনুমোদিত স্টোরসমূহ থেকে কেনা পণ্যে এই অফারগুলো রমজান মাস জুড়ে প্রযোজ্য।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন