শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফেনীতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের স্বারকলিপি প্রদান

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৯, ১:৩৯ পিএম

সারা দেশের ন্যায় ফেনীতেও বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ফেনী জেলা শাখা কর্তৃক বাংলাদেশ সচিবালায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়। আজ সকাল সাড়ে ১০ টায় ফেনী জেলা ও দায়রা জজের পক্ষে স্বারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবু হান্নান। এসময় উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাওহীদুল হক, যুগ্ম জেলা ও দায়রা জজ-২ অসীম কুমার দে। এছাড়াও বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি ও জেলা জজ আদালতের সেরেস্তাদার মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান তুলনাকারক মোহাম্মদ জিয়া উদ্দিন ফারুক সহ কেন্দ্রীয় ও জেলা নের্তৃবৃন্দ সহ ফেনীর সকল কোর্টের কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমুখ।
স্বারকলিপিতে তারা তিনটি দাবী উল্লেখ করে বলেন, দেশের অধঃস্তন আদালতের কর্মচারীদেরকে জুডিসিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসেবে গণ্য করতঃ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে, সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক মহামান্য হাইকোর্ট ও মন্ত্রণালয় এর ন্যায় জ্যেষ্ঠতার ক্রমানুসারে প্রতি পাঁচ বৎসর অন্তর স্বয়ংক্রীয়ভাবে পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা ও পদোন্নতির সুযোগ রেখে অধঃস্তর আদালতের কর্মচারীদের জন্য অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন