মাদারীপুর জেলা সংবাদদাতা : মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামে সম্প্রতি একটি মুরগির খামারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে খামারে ১ হাজার মুরগি পুড়ে সম্পূর্ণ ভস্মীভ‚ত হয়েছে। মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের রশিদ ফকিরের ছেলে নুরুজ্জামানের মুরগির খামারে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় খামারে থাকা মুরগি ও ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
খামারের মালিক নুরুজ্জামান ফকির বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় আমার ভাই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজ করেছিল। এ ঘটনার জের ধরেই দুর্বৃত্তরা আমার খামারে আগুন দিয়েছে। মামলা না করার জন্যও হুমকি দিচ্ছে। এ ঘটনায় মাদারীপুর সদর থানায় একটি জিডি করা হলেও পুলিশ এখনো ঘটনাস্থল পরিদর্শন করেনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন