শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সৌদির সঙ্গে কেন আলোচনায় প্রস্তুত ইরান?

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৯, ৭:২১ পিএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন,সৌদি আরব প্রস্তুত থাকলে আলোচনায় বসতে ইরানও প্রস্তুত রয়েছে।


বুধবার ইরানি বার্তা সংস্থা আইআরআইবির বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

জারিফ বলেছেন, আলোচনার জন্য সৌদি আরব যদি প্রস্তুত থাকে, তাহলে প্রতিবেশীদের সঙ্গে আলোচনার জন্য আমরাও সব সময় প্রস্তুত।

গত কয়েক মাসে সৌদি আরবের সঙ্গে ইরানের বৈরী সম্পর্ক চলছে। পারস্য উপসাগরে ছয়টি তেলের জাহাজের ওপর হামলার ঘটনায় ইরানকে প্রথম থেকেই দায়ী করে আসছে সৌদি।তবে ইরান এ দাবি প্রত্যাখ্যান করে আসছে।

সৌদির সঙ্গে আলোচনা নিয়ে জারিফ বলেছেন,আমরা প্রতিবেশীদের সঙ্গে আলোচনার জন্য দরজা কখনও বন্ধ করিনি এবং প্রতিবেশীদের সঙ্গে আলোচনার দরজা আমরা কখনোই বন্ধ করব না।

সৌদি আরবের অন্যতম বড় মিত্র যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের অন্যতম প্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করার পর ওই তেল ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটে। ইরানের পারমাণবিক কর্মসূচিতে লাগাম টানতে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।

এ উত্তেজনার মধ্যেই যুক্তরাজ্যের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে ইরান। পাল্টা-পাল্টি জাহাজ আটক নিয়ে দেশ দুইটির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

বিশ্লেষকদের ধারণা, সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো হলে প্রকাশ্যে বিরোধে জড়াবে না রিয়াদ। এতে কিছুটা হলেও পারস্য উপসাগরীয় এলাকায় চাপ কমবে ইরানের ওপর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন