শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

রাজধানীতে অস্ত্র ও গুলিসহ ৬ ভুয়া ডিবি আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৯, ১২:০০ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মাইক্রোবাস, অস্ত্র ও গুলিসহ ছয়জন ভুয়া ডিবিকে আটক করেছে মহানগর ডিবি পুলিশ। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ের সংঘবদ্ধ একটি চক্রের ছয় সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি আগ্নয়াস্ত্রসহ, ১০ রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ডিবি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন