স্টাফ রিপোর্টার : রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টির ৮ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গতকাল মঙ্গলবার সকাল পৌনে ৯টায় রাজধানীর যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে গোয়েন্দা ও অপরাধতথ্য (পূর্ব) বিভাগ।
গ্রেফতারকৃতরা হল- মোঃ সোহেল, মোঃ ইসমাইল হোসেন চৌধুরী, মোঃ শাকিল রানা, মোঃ ওমর ফারুক, আঃ খালেক মোঃ নান্নু শেক, মোঃ বাদশা, মোঃ বিল্লাহ হোসেন, মোঃ নজরুল ইসলা ও মোঃ মাহবুব শেখ। এসময় তাদের হেফাজত ক্ষতিকর ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ সাধারণ জনগণের সরলতা ও অজ্ঞতার সুযোগে সংজ্ঞা বিলোপকারী ক্ষতিকর ট্যাবলেট বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে পথচারী, যাত্রীদের খাইয়ে অজ্ঞান করে নগদ টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য (পূর্ব) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলম পিপিএম এর নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ মোখলেছুর রহমান, পিপিএম এর সার্বিক তত্ত¡াবধানে, ওয়ারী জোনাল টিমের সহকারী পুলিশ কমিশনার মুকিত সরকার ও সহকারী পুলিশ কমিশনার মোঃ আশরাফ-উল-ইসলাম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন