আজ আগস্ট মাসের প্রথম রবিবার। বাংলাদেশ, ভারতসহ বিশ্বের অনেক দেশ আজ পালিত হচ্ছে বিশ্ব বন্ধু দিবস। দিবসটি উপলক্ষে ব্যক্তি থেকে শুরু করে জাতীয় পর্যায়, সর্বত্রই থাকে নানা আয়োজন। বন্ধু দিবসে পিছিয়ে নেই নেটিজেনরা। ফেইসবুক, টুইটার, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্বের বন্ধনায় মুখর তারা।
সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ তার ফেইসবুকে লিখেন, ‘গড়াইয়ের ধারে মনে কি পড়ে কাগজের নাও / ডিঙি নায়ে মাঝি পাল তুলে সাজি পুবালি বাও। এপার ওপার নদীর দু'ধার উদাসী হাওয়া / স্রোতের মতন দোলায় যতন স্বপ্ন ছোঁয়া। বন্ধু, মনে কি পড়ে হাতে হাত ধরে এক সুরে গান / গাংচিল পাখি করে ডাকাডাকি বেঁধেছিল প্রাণ। - বন্ধু দিবসের শুভেচ্ছা সকল বন্ধুকে।’
‘ছোটবেলায় প্রথম যে মানুষগুলো চার দেয়ালের বাইরের পৃথিবীতে সবচেয়ে আপন হয় তাদেরকে বলে বন্ধু! তোদের বন্ধু দিবসের শুভেচ্ছা ...’ - লিখেন ওয়ায়েদুর রহমান রাব্বি।
আবু রায়হান ফেরদাউস বন্ধু দিবসের একটি ছবি দিয়ে ক্যাপশন দেন, ‘সময় বদলায়, সাথে অনেক কিছু। শুধু বদলায় না বন্ধুত্ব।’
‘বন্ধু আমি চাই না তোমার অসীম সুখের ভাগ, কিন্তু যখন থাকবে দুঃখে দিও আমার ডাক। তোমার মুখে কান্না নয়, দেখতে চাই হাসি। মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি!’ - টুইটারে লিখেছেন তারিক মাহমুদ সুজন।
শিক্ষিকা শান্তনা শান্তা লিখেন, ‘বন্ধু তুই কেমন করে যাবি? পা বাড়ালেই পায়ের ছায়ায়, আমাকে তুই পাবি! হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।’
লেখক মুমু রহমান লিখেছেন ভিন্ন কথা। বন্ধু দিবসে তার স্টাট্যাস, ‘বন্ধু ছাড়াই মানুষ জন্মায় / বন্ধু ছাড়াই মরে / মাঝপথে কেউ বন্ধু সেজে / খেলাধূলা করে।’
উল্লেখ্য, বন্ধু দিবসের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে অধিকাংশ মানুষই যে ঘটনাটির কথা উল্লেখ করেন সেটি হলো, ১৯৩৫ সালে আমেরিকান সরকার এক ব্যক্তির মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালে পরদিন সেই ঘটনার প্রতিবাদে তার বন্ধু আত্মহত্যা করেন। দিনটি ছিল আগস্ট মাসের প্রথম রবিবার। আর সেই থেকেই জীবনের নানা ক্ষেত্রে বন্ধুদের অবদান আর আত্মত্যাগকে সম্মান জানাতে আমেরিকান কংগ্রেস ১৯৩৫ সালের আগস্ট মাসের প্রথম রবিবারকে বন্ধু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ, ভারতসহ বিশ্বের অনেক দেশ এই দিনেই বিশ্ব বন্ধু দিবস পালন করে থাকে।
এছাড়া ১৯৫৮ সালের ২০ জুলাই ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেডের প্রতিষ্ঠাতা ড. আর্তেমিও ব্রেঞ্চে বন্ধুদের সঙ্গে প্যারাগুয়ের পুয়ের্তো পিনাসকোতে এক নৈশভোজে প্রস্তাব উত্থাপন করেন। সে রাতেই ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেড প্রতিষ্ঠা পায়। এ প্রতিষ্ঠানটি ৩০ জুলাই বিশ্বব্যাপী বন্ধু দিবস পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব পাঠায়। প্রায় পাঁচ যুগ পর ২০১১ সালের ২৭ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদে ৩০ জুলাইকে বিশ্ব বন্ধু দিবস হিসেবে নির্ধারণ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন