বিএনপির তৃণমূলের দুই নেতা এক সেমিনারে যোগ দিতে গতকাল চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তৃণমূলের এই দুই নেতা হলেন বাগের হাট জেলা বিএনপির সহসভাপতি শেখ ফরিদুল ইসলাম এবং রাজশাহী জেলা বিএনপির সদস্য মাহমুদা হাবিবা। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বাংলাদেশ থেকে বিএনপির দুই নেতাসহ ২৮ সদস্যের এক প্রতিনিধি দল চীনে গেছে। এই প্রতিনিধি দলে রাজনৈতিক দলের সদস্য হিসেবে শুধুমাত্র বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ‘রোরাল ডেভলাপমেন্ট এন্ড পোভার্টি রিডাকশন ফর পলিটিক্যাল পার্টিস অফ ডেভলাপিং কান্ট্রিজ’ শিরোনামে এই বেশ কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে। এটি চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন