রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

ঝুঁকিমুক্ত মহাসড়ক চাই

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

চাঁদপুর জেলা টু কুমিলল্গার মহাসড়কের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। ওই মহাসড়ক দিয়ে দিনের পর দিন হাজার হাজার গাড়ি চলাচল করাতে মহাসড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিগত বছরগুলোতে মহাসড়কটি রিফাইরিং করা সত্তে¡ও এমন অবস্থা। ভালোভাবে রিফাইনিং না করার কারণে এমনটা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর পাওয়া যায়। দৈনিক হাজার হাজার যাত্রী বাস, সিএনজি, রিকশা, অটোরিকশা, বাইক ও অটোবাইক কিংবা অনেক পথচারী লোকেরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে থাকে। অনেক সময় দেখা যায়, যানবাহন চলার সময় চাকা গর্তে পড়ে উল্টে যায়। আবার অনেক সময় বিরাট যানজট লেগেই থাকে। অনেক মুমূর্ষু রোগীর গাড়ি আটকে থাকে বলে পথে অনেক রোগী মারা যায়। অফিসের কর্মচারীরা নির্দিষ্ট সময়ে অফিসে যেতে পারে না। শিক্ষার্থীরা সময়মতো স্কুল, কলেজ ও ভার্সিটিতে যেতে পারছে না। মহাসড়ক যদি পুনরায় ভালোভাবে রিফাইনিং করা না হয়, তাহলে মহাসড়কের অবস্থা আরও বেহাল দশায় পরিণত হয়ে যাবে। তাই জনসাধারণের কথা বিবেচনা করে যত দ্রুত সম্ভব চাঁদপুর টু কুমিলল্গার মহাসড়কের কাজে হাত দিন এবং ঝুঁকির জীবন থেকে রেহাই দিন।
মকবুল হামিদ
চাঁদপুর সদর, চাঁদপুর

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন