স্টাফ রিপোর্টার : রাজধানীর মহাখালীতে গতকাল শুক্রবার বাস চাপায় গোলাপ জান (৬৮) এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর। স্বামীর নাম সোহরাব আলী। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মোমরেজ ইসলাম জানান, গতকাল ময়মনসিংহ থেকে লিলি পরিবহনের একটি বাসে ঢাকায় আসেন গোলাপ যান। বেলা ৩টার দিকে বাস থেকে মহাখালী বাস স্ট্যান্ডে নামার সময় ওই বাসের চাকায়ই পিষ্ট হন গোলাপ জান। ঘটনাস্থলেই প্রাণ হারানো বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার সাথে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে বৃদ্ধার পরিচয় নিশ্চিত করা হয়। ঘটনার পর পরই বাস ফেলে এর চালক পালিয়ে যায়। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন