তথ্য প্রযুক্তির মাধ্যমে আন্ত:জেলা চোরচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ ডিবি পুলিশ। গত ৭ আগষ্ট মধ্যরাত থেকে শুরু হওয়া ১৫ ঘন্টার টানা অভিযানের নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা ডিবি পুলিশের পরিদর্শক একেএম মহিউদ্দিন। ওই অভিযানে চ্ট্রগ্রাম ও কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আন্ত:জেলা চোর চক্রের সদস্য শানু মিয়া (৪০), দুলাল মিয়া (৩২), বাদশা মিয়া (২৫), শাহাব উদ্দিন (৩৩), সুমন মিয়া (২৭) ও সোহেল মিয়াকে (২৯) গ্রেফতার করে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে ৩৪টি চোরাই মোবাইল ফোন, নগদটাকা, রিচার্জ ক্র্যাচ কার্ড ও তালা ভাঙ্গার যন্ত্রপাতি উদ্ধার করা হয়। একটি চুরির মামলায় আটকদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, ডিবি পুলিশ সূত্রে জানা গেছে। গত বৃহস্পতিবার গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২১ মে রাতে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পৌর এলাকায় এবি সিদ্দিক টাওয়ারের নিচ তলায় টেকনোপার্ক টেলিকম শো-রুমের তালা ভেঙ্গে ৫৬টি নতুন মোবাইল ফোন নিয়ে যায় চোরচক্র। এ ঘটনায় বাজিতপুর থানায় অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়। ২ মাস পেরিয়ে গেলেও বাজিতপুর থানা পুলিশ ওই মামলায় জড়িত আসামি ধরতে না পাড়ায় কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) গত ২ জুলাই ডিবি পুলিশকে (বাজিতপুর থানার মামলা নং-২৪(৫)১৯) ওই মামলার দায়িত্ব দেন। এর পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ ওই মামলা সংশ্লিষ্ট থাকার অভিযোগে চক্রের ৬ জনকে গ্রেফতার করে। আটকদের বাড়ি চট্টগ্রাম ও কুমিল্লার বিভিন্ন উপজেলায়। তারা সংঘবদ্ধ একটি গ্রæপ। দেশের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে বিভিন্ন দোকানে টার্গেট করে কৌশলে চুরি করে সব নিয়ে যায়।২০৫২
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন