শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

রাজধানীতে ৭০ দোকান উচ্ছেদ ও জরিমানা

প্রকাশের সময় : ৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরার আজিমপুর শাহজালাল এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)’র ভ্রাম্যমাণ আদালত। এ সময় কয়েকজন দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল দুপুরে কর্পোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ এ অভিযানের নেতৃত্ব দেন।
জিয়াউদ্দিন আহমেদ জানান, অবৈধভাবে স্থাপনা ও জনসাধারণের চলার পথ রোধ করে বসানো ৭০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়া কয়েকজন দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে একই সময়ে ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে গুলনাশ-১ এর ডিসিসি মার্কেটে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এসএমএম সালেহ ভূঁইয়া এ অভিযানের নেতৃত্ব দেন।
অভিযানকালে বিভিন্ন দোকানে বিক্রয়কৃত খেঁজুর, ফল, মাছ, গোশত এবং ইফতারির খাবারসমূহের মান যাচাই করা হয়। মানহীন খাবার বিক্রয়ের ব্যাপারেও দোকানিদের সতর্কতামূলক নোটিশ দেয়া হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন