যশোর ব্যুরো : যশোরে তিন কোটি টাকার কাজের টেন্ডার জমা পড়া বক্স ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বেলা ১১টার দিকে গণপূর্ত বিভাগের যশোর অফিসের দ্বিতীয় তলা থেকে দরপত্র জমা পড়া বক্সটি ছিনিয়ে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম। একই সাথে তিনি চলমান দরপত্র বাতিল করে পুনরায় দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন।
গণপূর্ত বিভাগ যশোরের নির্বাহী প্রকৌশলীর অফিস সূত্র মতে, দেশের ১৫টি জেলা শিল্পকলা একাডেমি নবায়ন, সংস্কার মেরামত কাজ শীর্ষক প্রকল্পের আওতায় যশোরে চারটি গ্রুপের কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে যশোর শিল্পকলা একাডেমির মূল ভবন ও আনুষঙ্গিক অবকাঠামো সিভিল ও স্যানিটারি মেরামত, অভ্যন্তরীণ বৈদ্যুতিক লাইন মেরামতসহ সাউন্ড সিস্টেম সরবরাহ ও স্থাপন, ২০ কেভি জেনারেটর স্থাপন এবং ৩০০ কেভি সাব স্টেশনসহ ডাকট্ টাইপ এয়ারকুলার স্থাপন কাজ। এজন্য ১৯ মে দরপত্র আহ্বান করে ৮ জুন জমা দেয়ার দিন নির্ধারণ করা হয়। কিন্তু এ দিন পুলিশের সামনে থেকেই জমা পড়া দরপত্রসহ বক্স ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন