নবাব স্যার সলিমুল্লাহর মুসলিম লীগ প্রতিষ্ঠার কারণেই আজকের বাংলাদেশ -বিএমএল মহাসচিব
স্টাফ রিপোর্টার : উপ-মহাদেশের মুসলিম জাগরণের মহানায়ক মুসলিম লীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহর ১৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল গতকাল সকাল ১০টায় বেগম বাজারস্থ মরহুমের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন।
জিয়ারত পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় বিএমএল মহাসচিব এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী বলেন, ব্রিটিশ ভারতের লাঞ্ছিত-অবহেলিত মুসলমানদের জন্য নবাব সলিমুল্লাহর জন্ম আল্লাহর রহমত। ১৮৮৫ সনে কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পরে নবাব সলিমুল্লাহ বুঝতে পারলেন যে, কংগ্রেস দ্বারা মুসলমানদের কোনো অধিকারই আদায় হবে না। কংগ্রেস শুধু হিন্দু সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। তখনই ১৯০৬ সনের ৩০ ডিসেম্বর উপ-মহাদেশের মুসলিম জনগোষ্ঠীর প্রতিনিধিদের ডেকে মুসলিম লীগ প্রতিষ্ঠা করলেন। তারই ধারাবাহিকতায় ১৯৪০ সনে লাহোর প্রস্তাব, ১৯৪৭ সনে ভারত বিভক্ত এবং ১৯৭১ সালে আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।॥
নবাব সলিমুল্লাহ যদি ১৯০৬ সনে মুসলিম লীগ প্রতিষ্ঠা না করতো তবে হয়ত আজকের বাংলাদেশ হতো না। তাই নবাব সলিমুল্লাহকে দলমত-নির্বিশেষে সকলের শ্রদ্ধা করা কর্তব্য।
কর্মসূচি : আগামী শুক্রবার বাদ জুমা বনানীস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন