শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজশাহীতে ভাড়াটিয়ার তথ্য সংগ্রহে সহযোগিতার আহ্বান

প্রকাশের সময় : ৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের লক্ষ্যে কর্মপরিকল্পনা প্রণয়ন ও নীতিনির্ধারণের লক্ষ্যে এক সভা গতকাল দুপুরে সিটি হল সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। দায়িত্বপ্রাপ্ত মেয়র মো: নিযাম উল আযীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন কাউন্সিলর এ কে এম রাশেদুল হাসান, কাউন্সিলর তাহেরা বেগম মিলি, কাউন্সিলর সর্বজনাব মুস্তাক হোসেন রতন, বেলাল আহম্মেদ, আরমান আলী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা জেবিননিছা সুলতানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফ এ এম আঞ্জুমানআরা বেগম। সভায় বিস্তারিত আলোচনান্তে তথ্য সংগ্রহের দায়িত্ব স্বাস্থ্যকর্মীদের প্রদান করা হয়। ওয়ার্ড সচিবদের নেতৃত্বে তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। সম্মানীয় কাউন্সিলরবৃন্দ তাদের দিকনির্দেশনা প্রদান করবেন।

সভাপতির বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীরা তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করায় রাজশাহী সিটি কর্পোরেশন ইপিআই কার্যক্রমে বারবার সফল হয়েছে। তথ্য সংগ্রহের দায়িত্ব তারা সফলভাবে পালন করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। দায়িত্ব পালনকালে তারা কোথাও যদি কোনো বাধার সম্মুখীন হন তাহলে তা দ্রুত রাসিক কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়ে তিনি বলেন, দায়িত্বে অবহেলা বরদাস্ত করা হবে না। স্বাস্থ্যকর্মীদের নিকট বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের তথ্য প্রদান করার জন্য মহানগরবাসীর প্রতি আহ্বান জানান মেয়র। সভায় রাসিকের কাউন্সিলর, ওয়ার্ড সচিব ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন