কাশ্মীরের অধিকার বঞ্চিত মজলুম মানুষের পাশে থাকবে বাংলাদেশের জনগণ। গতকাল শনিবার এক সর্বদলীয় বৈঠকে কাশ্মীরী জনগণের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা এমন প্রতিশ্রুতি দেন জাতীয় নেতৃবৃন্দ। একই সাথে নেতারা ভারত সরকারকে সকল নিপীড়ন বন্ধ করে ঐক্যবদ্ধ কাশ্মীরীদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানান। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন দলের মহাসচিব দেশের শীর্ষ আলেম আল্লামা নূর হোসাইন কাসেমী।
বৈঠকে জাতীয় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের জনগণ ১৯৭১ সালে পাস্তিানের বিরুদ্ধে যখন স্বাধীনতা সংগ্রাম করেছে, তখন ভারত আমাদেরকে সব ধরনের সহযোগিতা করেছে। কাশ্মীরীদের স্বাধীকারের লড়াইয়ে আজ সময় এসেছে তাদের পাশে দাঁড়ানোর। তাই আজকের এ সর্বদলীয় বৈঠক থেকে কাশ্মীরী জনগণের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করা হচ্ছে এবং বংলাদেশের জনগণ কাশ্মীরী মজলুম মানুষের পাশে থাকার ঘোষণা দিচ্ছে। তারা বিশ্ব নেতৃবৃন্দকে কাশ্মীরের জনগণের সাংবিধানিক অধিকার রক্ষায় এগিয়ে আসার আহবান জানান।
বৈঠকে আগামী শুক্রবার সারাদেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষণা করা হয় এবং আসন্ন ঈদুল আযহা ও জুমআর বয়ানে কাশ্মীরী জনগণের পক্ষে জনসচেতনতা সৃষ্টি ও দোয়া করার জন্য খতিবদের প্রতি আহবান জানানো হয়।
মাওলানা জয়নুল আবেদীনের পরিচালনায় বৈঠকে স্বাগত বক্তৃতা করেন, জমিয়ত সহ সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী। আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ কল্যাণ পার্র্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীরপ্রতীক), ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা ঈসা শাহেদী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জমিয়তের যুগ্মমহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করীম, ন্যাশন্যাল আওয়ামী র্পাটির (ন্যাপ-ভাসানী) চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন