হযরত আব্বাস রা. বলেন, আমি আবু সুফিয়ানকে নিয়ে চললাম, কোনো জটলার কাছে গেলে লোকেরা বলতো, কে যায়? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খচ্চরের পিঠে আমাকে দেখে বলতো, ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা, তারই খচ্চরের পিঠে রয়েছেন। ওমর ইবনে খাত্তাবের পাশ দিয়ে যাচ্ছিলাম। তিনি বললেন, কে? একথা বলেই আমার দিকে এগিয়ে এলেন।
আর রাহীতুল মাখতুম, মূল : আল্লামা সফিউর রহমান মোবারকপুরী, অনুবাদ: খাদিজা আখতার রেজায়ী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন