হতাশ হয়ে এসেছি, হতাশ হয়ে ফিরে যেতে চাই না। তুমি আমার জন্যে মোহাম্মদের কাছে একটু সুপারিশ করো। হযরত আলী রা. বললেন, আবু সুফিয়ান, তোমার জন্য আফসোস হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা ব্যাপারে সংকল্প করেছেন, এ ব্যাপারে আমরা তার সাথে কোনো কথা বলতে পারি না। আবু সুফিয়ান বিবি ফাতিমা রা. এর প্রতি তাকিয়ে বললো, তুমি কি তোমার এ সন্তানকে এ মর্মে আদেশ করতে পারো যে,
আর রাহীতুল মাখতুম, মূল : আল্লামা সফিউর রহমান মোবারকপুরী, অনুবাদ: খাদিজা আখতার রেজায়
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন