এরা উভয়ে তাকে নানাভাবে কষ্ট দিয়েছিলো এবং কবিতা রচনা করে নিন্দা করে বেড়াতো। এ অবস্থা দেখে হযরত উম্মে সালমা রা. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন, আপনার চাচাতো ভাই ফুফাতো ভাই আপনার কাছে সবচেয়ে খারাপ হবে এটা সমীচীন নয়।
আর রাহীতুল মাখতুম, মূল : আল্লামা সফিউর রহমান মোবারকপুরী, অনুবাদ: খাদিজা আখতার রেজায়ী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন