শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাগুরায় তিন ছিনতাইকারী আটক স্টাফ

রিপোর্টার মাগুরা থেকে | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৯, ১২:৫৮ পিএম

মাগুরায় তিন ছিনতাইকারী আটক চাপাতি ছিনতাইকৃত মোবাইলসহ ব্যকহৃত মোটর সাইকেল উদ্ধার । বৃহস্পতিবার রাত ৯টার দিকে মাগুরা সদর উপজেলার ঘোড়ানাছ গ্রামের ফসিয়ার মল্লিকের ছেলে মহিদুল মল্লিক(১৮), মাগুরা মীরপাড়া মোড়ের কাছে জনৈক মাসুদ মিয়ার ইটভাটার সামনে পাকা রাস্তায় তিন ছিনতাইকারীর কবলে পড়ে। তারা মহিদুলের কাছ থেকে মোবাইল পোন নিয়ে যায়। ছিনতাইকারী মাসুদ রানা(১৮) পিতা-মৃত রতন কাজী, সাং-তাতীপাড়া, মেজবাহ নুরানী শাওন(১৮), পিতা-সোহরাব হোসেন বাবুল, সাং-তাতীপাড়া, শাওন ইসলাম(১৮), পিতা-বাবু বিশ্বাস, সাং-পারলা পূর্বপাড়া, মটর সাইকেলে চাপাতি প্রদর্শন করিয়া ছিনতাই করিয়া নিয়া যায়। ছিনতাইকারীদের শাহাজিরকান্দি ফাজিলা মোড়ে এলাকাবাসী চাপাতি, ছিনতাই করা মোবাইল ও ছিনতাই কাজে ব্যবহৃত মটরসাইকেলসহ আটক কওে পলিশে ঘবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। তাদেও বিরুদ্ধে একইভাবে একাধিক মোবাইলসহ বিভিন্ন মালামাল ছিনতাই করার অবিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
MASUD siddique ১৬ আগস্ট, ২০১৯, ৩:৩৩ পিএম says : 0
রিমানড নিয়ে আগে ভরপুর বানানো হোক
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন