রাজশাহী ব্যুরো : রাজশাহী শহরের ওপারে পবা উপজেলার চর মাঝাড়দিয়াড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার নাম রনি খালাসি (২৮)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে রনি মাঝাড়দিয়াড় সীমান্ত দিয়ে ভারতীয় ফেনসিডিল আনতে যান। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হলেও সেখান থেকে পালিয়ে বাড়ি চলে আসেন। পরে ভোররাত ৪টার দিকে বাড়িতে তার মৃত্যু হয়। নিহত রনি চর মাঝাড়দিয়াড় গ্রামের মৃত আবুল খালাসির ছেলে।
এ ব্যাপারে জানতে চাইলে বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক শাহজাহান সিরাজ বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। তবে রনি বিএসএফের গুলিতেই নিহত হয়েছেন কি না, তা আমরা নিশ্চিত নই। ভারতের সীমান্ত থেকে রনির বাড়ির দূরত্ব মাত্র এক কিলোমিটার। এমনও হতে পারে, তার কোনো প্রতিপক্ষ তাকে গুলি করে বিএসএফের ওপর দায় চাপাচ্ছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’ লাশটি উদ্ধার করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘লাশ এখনো তার বাড়িতেই আছে। বিষয়টি এখন পুলিশের ব্যাপার।’
এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, বিষয়টি তিনি জানেন না। তবে এখন খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন