মুষ্টিমেয় কিছু সিন্ডিকেট ও দুর্নীতিবাজদের হাতে বাংলাদেশের অর্থনীতি জিম্মী বলে চামড়া নিয়ে এ ষড়যন্ত্র হয়েছে। সরকারের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো গতকাল এক বিবৃতিতে এ মন্তব্য করেছে।
বিবৃতিতে চামড়া নিয়ে যে নজিরবিহীন কান্ড হয়েছে তাতে ওয়ার্কার্স পার্টি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এতে বলা হয়, চামড়ার দরপতনে দেশের মানুষ চরম হতাশ। সরকারকে অবিলম্বে এবারের চামড়ার মূল্য নিয়ে যে ঘটনা ঘটেছে তার কারণ উদঘাটন করে ভবিষ্যতে ব্যবস্থা গ্রহণ এবং এ সকল সিন্ডকেটের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরর দলটি দাবি জানিয়েছে।
ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে বলা হয়েছে ডেঙ্গু নিয়ে সমস্যাকে অস্বীকার করা, দুর্নীতি-অব্যবস্থাপনা পর এবার দেশের মানুষ চামড়া নিয়ে সিন্ডিকেটের ষড়যন্ত্র প্রত্যক্ষ করলো। দুর্ভাগ্যজনক যে দেশের চতুর্থ বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই শিল্প যখন এই ধরণের ঘটনার কারণে বিপর্যয়ের মুখোমুখি, তখন সরকারের কর্তৃপক্ষ একে-ওকে দোষ দিয়েই দায় সারতে চাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, সবচেয়ে বড় কথা হলো, চামড়া নিয়ে এই খেলায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে লিল্লাহ বোর্ডিয়ের এতিম শিক্ষার্থী, তরুণ মৌসুমী ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। এক্ষেত্রেও বিশ^ বাজারে দাম পড়ে যাওয়াকে অজুহাত হিসেবে হাজির করা হচ্ছে।
এতে বলা হয় , আর্থিক খাতে নৈরাজ্য-বিশৃঙ্খলার পর রপ্তানি খাতে এ ধরনের নৈরাজ্যিক অবস্থা সরকারের উন্নয়ন প্রক্রিয়াকেই বাধাগ্রস্থ করবে। মুষ্টিমেয় কিছু সিন্ডিকেট ও দুর্নীতিবাজদের হাতে বাংলাদেশের অর্থনীতি যেভাবে জিম্মী হয়ে পড়ছে তাতে দেশের মানুষ হতাশ ও উদ্বিগ্ন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন