শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গফরগাঁওয়ে ঝুঁকি নিয়ে ট্রেনে চলাচল

গফরগাঁও উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

কোরবানীর ঈদের পর রাজধানী ঢাকা কর্মস্থলে ফেরা যাত্রীদের দুর্ভোগের শেষ নেই ।
গফরগাঁও থেকে ঢাকা ফেরার একমাত্র সহজ পথ হচ্ছে রেলপথ। সময় কম লাগে ও সম্পুর্ণ নিরাপথ এবং ভাড়া কম লাগে । সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি ট্রেনে তিলধারনের জায়গা নেই ।

প্রতিটি বগিতে উপচে পড়া ভীড় পরিলক্ষিত হচ্ছে। সীমিত টিকিট বরাদ্ধ থাকলে ও বেশীয় ভাগ যাত্রী সিটবিহীন টিকেট ও জীবনের ঝুকি নিয়ে ট্রেনে চলাচল করতে হচ্ছে।

যাত্রীরা জানান, নাড়ীর টানে গ্রামে এসে ছিলাম আত্মীয়-স্বজন নিয়ে কোরবানীর ঈদ করার জন্য। কিন্তু ট্রেনের প্রচন্ড ভীড়েরের জন্য করার কিছুই নেই।
তবে এবারের ঈদের মধ্যে বন্ধ বেশি দেয়া হলে যাতায়াতে কিছুটা সুবিধা হতো। গফরগাঁও উপজেলাসহ পাশ^বর্তী উপজেলা হোসেনপুর, নান্দাইল ,ভালুকা ও ত্রিশাল উপজেলার জনসাধারণ গফরগাঁও হয়ে ট্রেনযোগে ঢাকা যাতায়াত করে থাকে।

ফলে গফরগাঁও থেকে ঢাকা মুখী আন্তঃনগর ট্রেন চালু করা দরকার। এতে করে রেল বিভাগের লাখ লাখ টাকা রাজস্ব বৃদ্ধি পাবে অনায়াসে ।
বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেল লাইনের মধ্যে গফরগাঁও রেলস্টেশনে লাখ লাখ টাকা রাজস্ব হয়ে থাকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন