মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মহেশপুরে বিজিবি’র নামে চাঁদা আদায়ের অভিযোগ

ইউপি সদস্য আটক

মহেশপুর (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৯, ১১:৫৮ পিএম

৫৮ বিজিবি ব্যাটালিয়নের নামে চাঁদা আদায় করায় মহেশপুরে এক ইউপি মেম্বারকে আটক করা হয়েছে।

খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (উপ অধিনায়ক)এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ১৬ আগস্ট রাত ৮টায় বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর গরুর হাট হতে বিজিবি’র নামে চাঁদা আদায়কারি মো. রফিকুজ্জামান বিপলু (৩৫) নামক এক ইউপি সদস্যকে আটক করে। তার বাড়ি এসবিকে ইউনিয়নের কাকিলাদাড়ী গ্রামে এবং তিনি এসবিকে ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য। তার বিরুদ্ধে খালিশপুর পশু হাটে গরু বিক্রেতাদের নিকট হতে ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সদস্যদের নামে চাঁদা আদায় করার অভিযোগ রয়েছে। আটক করার সময় তার নিকট হতে চাঁদা আদায়ের হিসাব সম্বলিত রেজিস্ট্রার ৫টি, খাস আদায়ের ১টি টোকেন বই, পশু হাটের পাশ বই ও নগদ ছয় হাজার তিনশ’ পঞ্চাশ টাকা এবং ১টি পুরাতন মোবাইল ফোন জব্দ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন