ক্রিকেটে বিরাট কোহলি মানেই রেকর্ড। বাইশ গজের রেকর্ড চাপিয়ে এখন মাঠের বাইরেও রেকর্ড গড়ে যাচ্ছেন ভারতীয় অধিনায়ক। মাঠের বাইরের এই কীর্তিতে শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনির মতো তারকাকে টপকে গেছেন তিনি।
টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম-সামাজিক যোগাযোগমাধ্যমের সবচেয়ে জনপ্রিয় তিন অ্যাপে সবচেয়ে বেশি ফলোয়ার এখন কোহলিরই। প্রতিটিতে ৩০ মিলিয়নের বেশি ফলোয়ার তার। সেখানে টুইটারে শচীনের ভক্তের সংখ্যা ৩০.১ মিলিয়ন হলেও ফেসবুক ও ইনস্টাগ্রামে তাঁকে ফলো করেন ২৮ এবং ১৬.৫ মিলিয়ন মানুষ।
ধোনির ফলোয়ার সংখ্যা মন্দ নয়। তালিকায় তিন নম্বরে রয়েছেন তিনি। ইনস্টাগ্রামে ১৫.৪ মিলিয়ন, টুইটারে ৭.৭ মিলিয়ন এবং ফেসবুকে ২০.৫ মিলিয়ন ফলো করেন সাবেক অধিনায়ককে।
মন্তব্য করুন