শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাবনায় ডেঙ্গু রোগী আবার বেড়েছে

পাবনা পৌরসভায় খুব শিগগিরই শুরু হবে মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রাম

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৯, ৪:৪০ পিএম

পাবনায় ডেঙ্গু রোগী ফের বাড়ছে । গত ২৪ ঘন্টায় ১৪ জন নতুন রোগী পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। ছাড়পত্র দেওয়া হয়েছে ১৭জনকে , বর্তমানে নতুন ও পুরাতন মিলিয়ে ৩৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা: রঞ্জন কুমার দত্ত এই সংখ্যা আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন। তিনি চিকিৎসাধীন গতকাল সোমবার ৪১ জনের স্থলে ৩৮ জন ডেঙ্গু রোগীর সংখ্যা অনুপাতে বলছেন, কমেছে রোগীর সংখ্যা । মঙ্গলবার নতুন ভর্তি হয়েছে ১৪ জন, সোমবার ভর্তি হয়েছিলেন ৯জন । এই হিসেবে ডেঙ্গু রোগী বাড়ছে বললে তিনি জানান, ‘ আপনি ঠিকই বলেছেন’ তবে এই বৃদ্ধি খুব বেশী নয়। শুষ্ক মওসুম আসলে ডেঙ্গু রোগ আরও কমে যাবে। পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা: রঞ্জন কুমার দত্ত, পাবনার সিভিল সার্জন ডা: মেহেদী ইকবাল, ডেপুটি সিভিল সার্জন ডা: কে.এম আবু জাফর ডেঙ্গু রোগের ক্ষেত্রে মনিটরিং করছেন, চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন। চিকিৎসক, নার্স ও সহযোগিরা যথাসাধ্য সেবা দিয়ে যাচ্ছেন।
পাবনা পৌর সভার মেয়র কামরুল হাসান মিন্টু আজ মঙ্গলবার জানিয়েছেন, মশক নিধনের জন্য ওষুধ কেনার সরকারি বরাদ্দ পাওয়া গেছে। দুই/একদিনের মধ্যে ওষুধ ক্রয় করে পাবনা পৌরসভা শহরে এডিস মশা নিধনে ক্র্যাশ প্রোগাম শুরু করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন