বরিশাল র্যাব-৮ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে জেলার মুলাদী থানার দক্ষিণ কাজিরচর এলাকা থেকে সুলতান নাসির উদ্দিন নামের এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নাসিরের কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রপন্থী বই এবং লিফলেট উদ্ধার করা হয়। সে মুলাদীর দক্ষিণ কাজিরচর এলাকার মো. হজরত আলীর ছেলে।
গ্রেফতারকৃত সুলতান নাসির জেএমবির দাওয়াতী শাখার একজন সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করার কথা জানিয়েছে র্যাব। সে ১৯৯৬ সালে পেদ্দার হাট ওয়াদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯৮ সালে বরিশাল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে দর্জি কাজের মাধ্যমে কর্মজীবন শুরু করে। পরে ঢাকায় সে জেএমবির কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন