চট্টগ্রামে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
কাভার্ড ভ্যানটি কক্সবাজার থেকে ভোলা জেলায় যাচ্ছিল। মঙ্গলবার রাত তিনটায় চট্টগ্রাম নগরী অতিক্রমের সময় তাতে তল্লাশি করে র্যাব। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মো. মনা (২২), হাসান খান (২৪) এবং মো. শিহাব (৩২)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান বলেন, কাভার্ড ভ্যানের ভেতরে বিশেষ চেম্বার বানিয়ে সেখানে ইয়াবা রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেটি আটকে তল্লাশি করি।
ওই তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসব ইয়াবা ট্যাবলেট জনৈক মো. মামুদ উল্যাহ ওরফে মাহবুব কোম্পানীর (৩০) কাছ থেকে সংগ্রহ করে পাচার করছিল।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য দুই কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকা এবং জব্দকৃত কাভার্ড ভ্যানটির আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা বলে জানায় র্যাব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন