হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আয়োজনে আগামী ১ সেপ্টেম্বর চট্টগ্রাম লালদীঘি ময়দানে হিজরি বর্ষবরণ অনুষ্ঠান উপলক্ষে গতকাল (বুধবার) সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাত করেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মেয়রকে ‘হিজরি স্মারক ১৪৪০’ প্রদান করেন। মেয়র নাছির বলেন, সুস্থ নির্মল জাতীয় চেতনা ও মননশীল সংস্কৃতির চর্চা জোরদার করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ নঈমুল ইসলাম, মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, সাংস্কৃতিক সচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, যুগ্ম প্রকাশনা সচিব মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ সাজ্জাদ প্রমুখ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন