কক্সবাজারের পেকুয়া উপজেলার শহীদ জিয়াউর রহমান কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্রী বেলি আক্তার রুছি গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় পুকুরে গোসল করতে নেমে মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে সদর ইউনিয়নের শেখের কিল্লা ঘোনা এলাকার মকসুদ আহমদের মেয়ে।
পিতা মকসুদ আহমদ বলেন, আমার খুব আদরের মেয়ে ছিল বেলি আকতার রুছি। তিনি জানান, প্রতিদিন মেয়েকে কলেজে আমি দিয়েও আসি আর নিয়েও আসি। সে সকালে কোচিং করতে চৌমুহনী যায়। কলেজে যাবেনা একথা বললে আমি বাড়িতে চলে যাই। তার মা মেয়ের জন্য একটি ওড়না কিনতে পেকুয়া বাজারে যায়। সবার অগোচরে মেয়ে পুকুরে গোসল করতে নামে। গোসল করতে নামল আর মৃত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করলো। পানিও কম ছিল তারপরও জানিনা কেন এমন হল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন