শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

মিরপুরের অপহৃত ব্যক্তি মাদারীপুর থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৯, ১১:১৮ এএম

রাজধানীর মিরপুর এলাকা থেকে প্রাইভেটকারসহ অপহৃত এক ব্যক্তিকে চারদিন পর মাদারীপুর থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন (র‌্যাব)। এ সময় অপহরণকারী চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত চারদিন আগে এক ব্যক্তি মিরপুর থেকে প্রাইভেটকারসহ অপহৃত হন। ঘটনার তদন্তে র‌্যাব-৪ অপহরণকারীদের শনাক্ত করে মাদারীপুরে অভিযান চালায়। মাদারীপুরের শিবচর থানা এলাকায় পদ্মার দুর্গম চরের কাঁশবন থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধারসহ অপহরণ চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। পরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন