দিনাজপুরের ফুলবাড়ীতে ২৯ বিজিবি আওতাধীন দাইনুর সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৮ লক্ষ ৬৪ হাজার টাকার ৪৮ কেজি কচ্ছপের শুটকি আটক করেছে দাইনুর বিওপির টহলদল।
গত ২২ আগস্ট রাত ১টায় দাইনুর ক্যাম্পের দায়িত্বরত হাবিলদার তায়েজ উদ্দিনসহ টহলদল সীমান্ত এলাকার সোনাহার পাড়া এলাকায় ওঁৎ পেতে থাকলে চোরাকারবারীরা বেশকিছু বস্তা ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় দাইনুর বিওপির টহল দল বস্তাগুলি উদ্ধার করে ক্যাম্পে এনে তল্লাশী করে ৪৮ কেজি ভারতীয় কচ্ছপের শুটকি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৮ লক্ষ ৬৪ হাজার টাকা।
এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শরীফ উল্লাহ্ আবেদ (এসজিপি) এর সাথে কথা বললে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাইনুর বিওপি টহল দল অভিযান চালিয়ে ভারত থেকে চোরাপথে আসা কচ্ছপের শুটকি আটক করেছে। তিনি আরও বলেন,সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন